ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। কখনো বইছে দমকা হাওয়া। এছাড়া বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল আবহাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ভূইয়া জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার (৪ মে) সকাল ৬টা পর্যন্ত ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘুর্ণিঝড় ‘ফনী’র প্রভাবে আজ সারাদিন বৃষ্টি ও ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার সকাল ১১ টায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় বরিশাল জেলা প্রশাসনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় জেলা প্রশাসকের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অঃ) জাহিদ ফারুক শামীম এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) সহ সরকারি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরিশালসহ উপকূলীয় জেলাগুলোর অভ্যন্তরীণ নৌ-রুটে বন্ধ রাখা হয়েছে সব ধরনের নৌযান চলাচল। পাশাপাশি জনসাধারণকে ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে বিভিন্ন মাধ্যমে আগাম সতর্কতামূলক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, বরিশালের ১০টি উপজেলায় ৩৩১টি আশ্রয়কেন্দ্রে ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে এবং গবাদি পশু-পাখি নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ, শুকনো খাবারের পাশাপাশি রাতে খাবারের আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
এদিকে বরিশাল বিভাগের ৬ জেলায় নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বেড়েছে, পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে। এছাড়া বিভাগের ভোলা-পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় নিম্না ল প্লাবিত হয়েছে। বরিশাল আবহাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হালিম ভূইয়া বলেন, বরিশালে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বিকেল নাগাদ আবহাওয়া কিছুটা উন্নতি লাভ করার সম্ভবনা থাকলেও অমাবস্যার কারণে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।