সাত লক্ষ টাকার বৃত্তি প্রদান করল বাংলাদেশ ক্যাডেট একাডেমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ন
সাত লক্ষ টাকার বৃত্তি প্রদান করল বাংলাদেশ ক্যাডেট একাডেমি

প্রতি বছরের মত এ বছরও অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্যাডেট একাডেমির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। গত ১৮ জানুয়ারি বগুড়ায় এবং ৩ মে রাজধানী ঢাকার আইডিয়াল কমার্স কলেজে সকাল ও বিকাল দুই পর্বে  অনুষ্ঠানটি সম্পন্ন হয়।২০১৮ সালে অনুষ্ঠিত বিসিএ বৃত্তি পরীক্ষায় তিন সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।এদের মধ্যে সহস্রাধিক শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ সাত লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এম এ হালিম পাটোয়ারী টিটো এবং সাইফুরস প্রাইভেট লিমিটেড এর চেয়ারপার্সন এবং এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক শামসেয়ারা খান ডলি। বাংলাদেশ ক্যাডেট একাডেমির পরিচালক মাহবুব আরেফিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু রায়হান, এস এম মশিউর রহমান এবং আব্দুস সবুর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গন।

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান এবং মানুষের মত মানুষ হয়ে দেশ সেবা করার মানসিকতায় বেড়ে উঠার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ ক্যাডেট একাডেমির উদ্যোগে মেধাবীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে গৃহিত এ কার্যক্রমের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান অভিভাবকবৃন্দ। আয়োজক সূত্রে জানা যায় প্রতিষ্ঠানটি গত ১১ বছর যাবত ঢাকা এবং ঢাকার বাইরে বগুড়ায় একাডেমিক এবং ক্যাডেট কলেজ ভর্তির প্রস্তুতিমূলক পাঠদান এবং মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছায়াশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা প্রদান করছে।

ইনিউজ ৭১/এম.আর