ঘূর্ণিঝড় 'ফণী' সাতক্ষীরার উত্তর দিয়ে যশোর, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ হয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়বে শনিবার (০৪ মে)। তবে দেশে ঢুকতে এখনো ১০ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে। সে হিসেবে কাল সকাল ১১-১২ টার দিকে প্রবেশ করবে 'ফণী'।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় 'ফণী' প্রতি-ঘণ্টায় ২১ কিলোমিটার গতিবেগ এগোচ্ছে। বাংলাদেশে প্রবেশের সময় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার ঘণ্টায় হতে পারে।ঘূর্ণিঝড়ের কেন্দ্র সাতক্ষীরা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারতীয় স্থলভাগে 'ফণী' অবস্থান করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।