'ফণী'র প্রভাবে বরগুনায় বৃষ্টিপাত শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ১০:৪৬ অপরাহ্ন
'ফণী'র প্রভাবে বরগুনায় বৃষ্টিপাত শুরু

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বরগুনায়  দুপুর ১টার সময় বৃষ্টি শুরু হয়েছে।  শুরু হয় বৃষ্টি সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। দীর্ঘ কয়েকদিন পর বৃষ্টি হলেও আতঙ্কে আছেন জেলার মানুষ।

শুক্রবার সকাল থেকে হালকা রোদ ও ভাপশা গরম থাকলেও দুপুর ১টা থেকে শুরু হয় ভারী আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি। জুম্মার নামাজের পর মসজিদে   বিশেষ দোয়া করা হয়।

বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ  বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসন থেকে সবধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।  এছাড়াও ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্টে, স্কাউট জরুরী প্রয়োজনে উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব