
প্রকাশ: ৩ মে ২০১৯, ৩:৫২

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারের ওপর মহাসড়কের পাশের বড় একটি গাছ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চালক জাহিদ হাসানের (৩৫) অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত সৈকত হোসেন, নাজনু আক্তার ও এমতাজ উদ্দিনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ধামরাই ও মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাইভেটকারের চালক মানিকগঞ্জের ঘিওর থানার উত্তরতরা গ্রামের সোনা মিয়ার ছেলে জাহিদ হাসানকে মুর্মূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোলড়া হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব