চাঁদাবাজির সময় ২ হাতি আটক, মাহুতদের কারাদণ্ড (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন
চাঁদাবাজির সময় ২ হাতি আটক, মাহুতদের কারাদণ্ড (ভিডিও)

রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও দোকান থেকে টাকা তোলার সময় দুটি হাতিকে আটক করেছে র‍্যাব। এসময় চাঁদাবাজির অভিযোগে হাতি দুটির দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ মে) বিকেল ৪টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

তিনি জানান, জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে দুটি হাতিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এটা নিঃসন্দেহে চাঁদাবাজি। সম্প্রতি রাজধানীতে এ ধরনের চাঁদাবাজি বেশি দেখা যাচ্ছে। তবে এই চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। হাতি দিয়ে এভাবে আর কোথাও চাঁদাবাজি করতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। র‍্যাব-২ এর কর্মকর্তা ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দুটিকে উদ্ধার করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ এপ্রিল কিশোরগঞ্জের কুলিয়ারচর ‘চাঁদাবাজ’ হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন রিকশাচালক আব্দুল বাতেন (৪৫)। দাবি করা চাঁদা না দেয়ায় তাকে শুঁড়ে তুলে আছাড় দেয় হাতি। এ ঘটনায় আহত বাতেনের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে হাতির মাহুত এনামুল হককে (১৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়াও প্রায়ই দেশের বিভিন্ন স্থানে হাতির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব