
প্রকাশ: ৩ মে ২০১৯, ২২:১৭

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। আজ ৩ মে সন্ধ্যায় শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী-র অগ্রভাগ বাংলাদেশে সীমায় প্রবেশ করলেও এর মূল আঘাত আসবে মধ্যরাতে। কিন্তু নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা আগেই আজ সকালে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত করায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায়।
এতে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ২০০ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব