সুপার সাইক্লোন ‘ফণি’ মোকাবেলায় পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় ব্যাপক ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব আমেদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন আলোচনা শেষে প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রুবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে প্রস্তুতি সভায় উপজেলঅ প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, মহিলা বিষয়ক অফিসার নুরে জান্নাত ফেরদাউসি, ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। বালিপাড়া, পাড়ের হাট, পত্তাশীর ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন, উপজেলার উপজেলা প্রসাশনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। তিনিটি ইউনিয়ন্নে দুর্যোগ মোকাবেলায় টিম গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ইন্দুরকানী থানার ওসি সম্ময়নে বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজ বাদে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা
আসন্ন ঘূর্ণীঝড় ফণী প্রতিরোধে প্রস্তুতি সভায়। সিদ্ধান্তের আলোকে করণীয় নিম্নরূপ:
১। কন্ট্রোল রূম প্রস্তুত, যোগাযোগের নম্বর ০১৭১৬৪৮৮০৫৮(ইউ এন ও), ০১৭১২৬৮৯৮০৯(পি আই ও)
২। প্রতিটি স্কুল কাম সাইক্লোন সেন্টার ও দ্বিতল স্কুল (১৮ টি) প্রস্তুত রাখা,
৩। এলাকা জুড়ে ব্যাপক মাইকিং করে জনগণকে সচেতন করা,
৪। মৎস্যজীবীদের সতর্ক করা,
৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা।
০১৭১০৬৭৮৫৬৩
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।