নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড় নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রেখেছে।শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ইজিবাইকের চালক মিন্টু হোসেন এবং ইজিবাইকের দুই যাত্রী আফতাব হোসেন ও আব্দুর রহিম। নিহতদের বাড়ি সৈয়দপুর পৌর এলাকার উত্তরা আবাসনে।প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী গামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় চালক মিন্টু। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় দুই যাত্রী। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।এলাকাবাসীর দাবি, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও বাসের চালককে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।