সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ করে ইসলাম শিক্ষার শিক্ষক হুজুর মাহফুজ হোসেনকে (২০) গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা।টাঙ্গাইলের কালিহাতি থানার পটল বাজার এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার বিকেল ৪টার দিকে সলঙ্গার চড়িয়ায় র্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।গ্রেফতার মাহফুজ হোসেন তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামের মুফতি এমদাদুল হকের ছেলে।সংবাদ সম্মেলনে র্যাব-১২ উপ-অধিনায়ক মেজর সাফায়াত আহম্মেদ সুমন জানান, গত ২৮ আগস্ট বিকেলে নিজ বাড়িতে আরবি প্রাইভেট পড়তে আসা একই গ্রামের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে (০৭) একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ করে মাহফুজ।এ ঘটনায় ওইদিন রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি র্যাব অবগত হয়ে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের কালিহাতি থানার পটল বাজার এলাকা থেকে মাহফুজকে আটক করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।