মা হত্যা করলেন ৫ মাসের শিশুকে কুয়ায় ফেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ১২:১৬ অপরাহ্ন
মা হত্যা করলেন ৫ মাসের শিশুকে কুয়ায় ফেলে

বগুড়ায় মৌসুমি আক্তার নামের এক মায়ের বিরুদ্ধে সাড়ে পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে কুয়ায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। মৌসুমি বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জান্নাতুল কাইয়ুম জুয়েলের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, মৌসুমি মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার সকালে জুয়েল তার একমাত্র শিশুকন্যা জানিয়া জান্নাত জিয়ানকে বিছানায় না দেখে খোঁজাখুজি শুরু করে। একপর্যায় স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে কোনো কথা না বলে বাড়ির বাইরে চলে যায়। পরে প্রতিবেশীরা গিয়ে বাড়ির উঠানে শৌচাগারের জন্য খননকৃত কুয়ার মধ্যে থেকে শিশু জিয়ানের লাশ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে লাশটি মর্গে পাঠায় এবং হত্যার অভিযোগে মা মৌসুমিকে আটক করে পুলিশ।

জুয়েলের ভগ্নিপতি আবু সাঈদ হেলাল জানান, আড়াই বছর আগে জুয়েলের সঙ্গে মৌসুমির বিয়ে হয়। বিয়ের আগে থেকেই তার মানসিক সমস্যা ছিল। দেড় মাস আগে মৌসুমি তার সন্তান রেখে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এস এম বদিউজ্জামান বলেন, ‘থানায় আনার পর মৌসুমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সে কোনো কথা বলে না। পরিবারের সদস্যারা পুলিশকে জানিয়েছে বিয়ের পর থেকেই মৌসুমি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। তবে পরিবার থেকে মামলা করা হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’