নদী ভাঙ্গনের কারণে আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে বিপাকে পরেছে আশ্রয়দাতাগণ। এখন সেই জমি নিয়ে মারামারিতে আহত হয়েছে , আশ্রয়দাতা লুৎফুল্লাহ এবং তার ভাই ইমরান। তারা দু'জনই বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার মতিউর রহমান ফারুকীর ছেলে । আহত দুজন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
ঘটনার বিবরণে লুৎফুল্লাহ জানান , গত ছয় বছর আগে একই এলাকার মৃত আঃ রব মৃধার ছেলে, বাকের মৃধাকে নদী ভাঙা মানুষ হিসেবে মানবতার খাতিরে শর্তসাপেক্ষে আশ্রয় দেয়া হয় তাদের জমিতে। এরপর থেকে বাকের ঐ জমি দখলে রেখেছে। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস বৈঠকও হয় । দখলের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করে সে ।
সেই ঘটনার জেরে ২ মে বৃহস্পতিবার দুপুরে বাকেরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লেগে যায় । বাকের ঘরের ভেতর থেকে লাঠি এনে লুৎফুল্লার মাথায় আঘাত করলে, তার মাথার বামদিকে ফেটে রক্ত বের বের হতে থাকে । পরে তার ভাই ইমরানকে বাজারে পেয়ে পিটিয়ে আহত করে, হেলাল আকন নামে একজন। লুৎফুল্লাহ আরো জানান, এমন ঘটনা ঘটতে পারে ভেবে চলতি বছরের ২৯ মার্চ তারিখে হিজলা থানায় একটি সাধারণ ডায়রি ( জিডি) করা হয়ে ছিল। তবে এই ঘটনার ব্যাপারে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান হয় , আহত এর পরিবারের পক্ষ থেকে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।