গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টায় বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের চায়ের দোকানদার বাবু মিয়াকে এক গৃহবধু সুদে টাকা ধার দেন। এই টাকা লেন-দেনের মাধ্যমে বাবুর সঙ্গে গৃহবধুর ভালো সম্পর্ক তৈরী হয়।এ সম্পর্কের সূত্র ধরে গত মঙ্গলবার রাতে কৌশলে ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন বাবু। এতে গৃহবধু ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে বাবু মিয়ার পুরুষাঙ্গ কেটে ফেলেন।এ সময় বাবু মিয়ার চিৎকারে আশ পাশের লোকজন ছুঁটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া ঠেঙ্গামারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে এখনও তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধু গা ঢাকা দিয়েছেন।বাবু মিয়ার মেয়ে অভিযোগ করে বলেন, ‘ওই মহিলা খুবই খারাপ। অঙ্গহানি করে কাজটা ঠিক করেনি। বাবা সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।