পরিত্যাক্ত অবস্থায় পাঁচটি হাত বোমা ও চাকু উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারপাইকা গ্রাম থেকে পাঁচটি হাত বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়। বিস্কোরকগুলো ওই গ্রামের শ্যাম লাল বাড়ৈর খড়ের গাদার নীচ থেকে এশটি প্লাস্টিক বস্তায় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এসআই সুজন হালদার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান ওসি আফজাল হোসেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।