পিরোজপুরের কাউখালী বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এসবি সরকারি বালিকা বিদ্যালয় সম্মুখে কিরন চন্দ্র হালদারের সভাপতিত্বে শামসুর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহিন রেবেকা চৈতী, মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম নসু প্রমুখ। সম্মেলনে কিরন চন্দ্র হালদার সভাপতি ও মোঃ শামসুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন মাহামুদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র বড়াল এবং শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মোঃ কামরুজ্জামান কে সম্মাননা স্মারক প্রদান করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।