বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মে ২০১৯ ০৫:১১ অপরাহ্ন
বিমানের হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৪ জুলাই থেকে এ বছর হজ ফ্লাইট শুরু করবে। ৫ আগস্ট পর্যন্ত মোট ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমান বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আর পৌছাবে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় যাবেন। ১৮৯ টি ফ্লাইটের মাধ্যমে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

ডেডিকেডেট ১৫৭টি ফ্লাইট পরিচালনার সিডিউল-
- ঢাকা থেকে জেদ্দায় ১২৬টি ফ্লাইট।
- চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি ফ্লাইট।
- সিলেট থেকে জেদ্দায় ৩টি ফ্লাইট।
এ বছরই প্রথম-
- ঢাকা থেকে মদিনায় ১১টি ফ্লাইট।
- চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রী পরিবহনে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করবে। উল্লেখ্য যে, বাংলাদেশি কোনো হজযাত্রীকে এবার জেদ্দা কিংবা মদিনায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। বাংলাদেশ থেকেই তাদের চূড়ান্ত ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে এ কারণে ফ্লাইটের একদিন আগে হজযাত্রীদের তথ্য সৌদি আরব পাঠাতে হবে। হজযাত্রী ও এজেন্টদেরকে ফ্লাইট ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো যাত্রী নির্ধারিত হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে জরিমানা আদায় করবে বিমান।

ইনিউজ ৭১/এম.আর