জীবনকে ভালো বাসুন, মাদক থেকে দুরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাইয়ের আয়োজনে পল্লি-কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ২ মে বৃহষ্পতি বার সকালে উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মাদক বিরোধী র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তের উপ-পরিচালক মোঃ এনায়েত হোসেন, ইন্দুরকানী থানা ওসি তদন্ত মাহবুব আলম, মাদক দ্রব্য পরিদর্শক আাহসান হাবিব, বেসরকারী উন্নয়ন সংস্থা ডাকদিয়ে যাই প্রোগ্রাম অফিসার মানসুরা সাথী, ডাকদিয়ে যাই ইন্দুরকানী শাখা ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বাই সাইকেল চালিয়ে অংশগ্রহন করেন।