রাঙ্গুনিয়ায় বিষপানে নিহত মা ও দুই শিশুকন্যার জানাজায় হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মে ২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় বিষপানে নিহত মা ও দুই শিশুকন্যার জানাজায় হাজারো মানুষের ঢল

রাঙ্গুনিয়ায় বিষপানে নিহত মা ও দুই শিশুকন্যার জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছে। বুধবার (১ মে) বিকাল ৪টার দিকে লাশগুলো ময়নাতদন্ত শেষে উপজেলার পূর্ব সরফভাটা শিকদার পাড়া তার শ্বশুর বাড়ির এলাকায় নিয়ে যাওয়া হলে কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হয়। পরে ওই এলাকায় ইকরা ইসলামীক একাডেমী সংলগ্ন মসজিদ মাঠে বিকাল ৫টার দিকে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে বলে জানান নিহত গৃহবধূর মেঝ ভাই সাইফুল আলম। দুই শিশুকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার ঘটনায় এখনো পলাতক রয়েছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় নিহতের স্বজনরা। উল্লেখ্য গত ২৯ এপ্রিল দিনগত রাত পৌনে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় দুই মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই এলাকার মো. নূর নবীর স্ত্রী ডেইজি আকতার (২৮), মেয়ে ইভা আকতার (৬) ও ইসরাত নূর(১০ মাস)। নিহত গৃহবধূর ভাই মো. সাইফুল আলম বলেন, লাশের ময়নাতদন্ত শেষে বুধবার বিকাল ৫টার দিকে তার শ্বশুর বাড়ি এলাকায় দাফন করা হয়েছে। ডেজি আমাদের ৬ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট ও আদরের ছিল। ২০০৯ সালের মে মাসে বিয়ের পর থেকে বোনের সুখের জন্য তার স্বামীর বিভিন্ন দাবী পূরণ করে যাচ্ছি। কিন্তু এরপরেও অত্যাচার থেমে ছিল না। তাকে ছোটখাট বিষয়ে বেধড়ক মারধর করতো তার স্বামী। ঘটনার দিন দুপুরে এবং ২০ মিনিট পূর্বেও তাকে মারধর করেছে সে। সর্বশেষ তার স্বামীর নতুন ঘর করার কাজেও ৫০ হাজার টাকা দিয়েছিলাম। বিভিন্ন সময় আমার বোন অত্যাচার সইতে না পেরে ঘরে চলে আসলে আমরা বার বার বিভিন্ন আপোষ বৈঠকে তার অঙ্গিকারের কথা বিশ্বাস করে বোনকে বুঝিয়ে-সুঝিয়ে স্বামীর ঘরে পাঠিয়েছি। সর্বশেষ তার স্বামীকে বিশ্বাস করে পেয়েছি বোন এবং ছোট দুই ভাগনীর লাশ। এই ঘটনায় আমরা মামলার প্রস্তুতি চালাচ্ছি।’রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। থানায় তার স্বজনরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আসামীদের গ্রেফতার সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’