মিলন ঘোষ নামে হিজলা ব্র্যাক অফিসের আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে হিজলা থানার পুলিশ। পহেলা মে বুধবার রাতে হিজলা উপজেলায় তার ভাড়া বাসা থেকে এস,আই মনির তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মিলন ঘোষ, ঝিনাইদহের তেগারিহুদা এলাকার মৃত স্বদেশ ঘোষের ছেলে। হিজলা থানার তথ্য সূত্রে জানা গিয়েছে, মোসাঃ মাকসুদা বেগম (২৫) নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, তাকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল হিজলা ব্র্যাকের আইন সহায়তা কর্মি মিলন ঘোষ।
তার ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে পহেলা মে বুধবার রাতে মাকসুদা থানায় এসে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে। মাকসুদা, হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকিল্লা এলাকার ছবের মোল্লার মেয়ে। এ ব্যাপারে হিজলা থানার ওসি (তদন্ত ) মোঃ মঈন উদ্দিন, ইনিউজ৭১ কে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা নেয়া হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।