রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় হালিমা ও রুবি নামে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন সড়কের ৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, একটি ছয়তলা বাড়ির ছয়তলায় গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাড়িতে দুই গৃহকর্মী কাজ করতেন। বাসায় থাকা সিসি ক্যামেরার সংগৃহীত ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৩২ মিনিটে ওই দুই গৃহকর্মী সাবলীলভাবে দরজা খুলে বাড়ির ছাদের দিকে যাচ্ছেন। তারা ছাদ পর্যন্ত যেতে পেরেছিলেন কি না তা সিসি ক্যামেরায় আসেনি।
পরে পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে ওই দুই গৃহকর্মীকে আহত ও অচেতন অবস্থায় নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারা ছাদের দিকে গেছেন, এখন ছাদে গিয়ে তারা পাশের ছাদে লাফ দিয়েছিলেন না কি অন্য কেউ তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তা নিশ্চিত নই। তাদের হাত ও পা ভাঙা। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।