যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে পিরোজপুরের কাউখালীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘মে’ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কাউখালী প্রেসক্লাব সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সী, কাউখালী থানার ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন, ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ছরেয়ার হোসেন, উপজেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির সভাপতি টিটু, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চিরাপাড়া ইজিবাইক ও অটোটেম্পু ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।