ববি আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাকে পেটালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০১৯ ০৯:৫৬ অপরাহ্ন
ববি আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাকে পেটালো ছাত্রলীগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের একদিন পরেই মোঃ লোকমান হোসেন নামে এক ছাত্রকে বেধম মারধর করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ১০০২ নম্বর কক্ষে তার ওপর এ হামলার ঘটনা ঘটিয়েছে একদল ছাত্র। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত লোকমান হোসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী ও ভিসির বিরুদ্ধে সদ্য শেষ হওয়া আন্দোলনের নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে অন্যতম। 

উদ্ধারকারীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ১০০২ নম্বর কক্ষে লোকমান হোসেন অবস্থান করছিলেন। আকস্মিকভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সোহেল, সালাউদ্দিন শান্ত, হিসাব বিজ্ঞান বিভাগের রাকিব, হাফিজ, মার্কেটিং বিভাগের রাজিব, ফিন্যান্স বিভাগের রিফাত বিন নাফিসসহ বেশ কিছু জুনিয়র ছাত্র ওই কক্ষে প্রবেশ করে। এসময় তারা লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে লোকমান হোসেনকে আহত করে। এসময় কক্ষে থাকা অন্যরা লোকমান হোসেনকে বাঁচাতে এগিয়ে গেলেও তাদের হুমকি ধামকি দেয়া হয়। 

আহত লোকমান হোসেন জানান, আজ দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্যর সাথে বৈঠক শেষে প্রশাসনিক ভবনের নীচতলায় অবস্থানকালে তার সহপাঠি ছাত্রলীগের মহিউদ্দিন আহমেদ সিফাত জুনিয়র ছাত্রদের দিয়ে তাকে ক্যাম্পাসের বাহিরে ডাকেন। কিন্তু তিনি যাননি। এরপর বিকেলে ছাত্রাবাসে অবস্থানকালে আকস্মিক সিফাতের সহযোগী জুনিয়র ছাত্ররা এ হামলা চালায়। এদিকে আন্দোলনকারী অন্য শিক্ষার্থীরা জানান, সিফাত শুরু থেকেই আন্দোলনের সাথে থাকলেও গত কয়েকদিন ধরে একক নেতৃত্বের আশায় নানানভাবে আন্দোলনের নেতৃত্বে থাকা এক ছাত্রীসহ ৩/৪ জনকে শাসিয়ে আসছিলেন। যার মধ্যে লোকমান হোসেন ও শফিকুল ইসলাম অন্যতম। 

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বরিশালের সুশীল সমাজ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে ভারপ্রাপ্ত উপাচার্যর বৈঠকে আন্দোলনকারী মূল নেতাদের প্রবেশ করতে দেয়নি সিফাত।  মূলত ক্যাম্পাসে একক নেতৃত্ব বিস্তারের আশায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে সে। তবে এসব অভিযোগ মুঠোফোনে সাংবাদিকদের কাছে অস্বীকার করে মহিউদ্দিন আহমেদ সিফাত বলেছেন, একসাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি আমরা। এখানে আমার জড়িত থাকার প্রশ্নই আসেনা। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য দুস্কৃতিকারীরা আমার নাম ব্যবহার করতে পারে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব