পিরোজপুরের ইন্দুরকানীতে ইজিবাইকের চাপায় রিয়াদুল ইসলাম নামে এক স্কুল ছাত্র আহত হওয়ার ঘটনায় ছাত্র-ছাত্রীরা দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ইন্দুরকানী থেকে আসা একটি ইজিবাইক কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রিয়াদুল ইসলামকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত রিয়াদুল অজ্ঞান হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার মাথায় আঘাত লাগায় অবস্থা গুরুতর বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয় জনতা ইজিবাইক সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে ঘটনার পর বাই-সাইকেল, বেঞ্চ ও গাছের গুড়ি ফেলে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ঐ স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় ইন্দুরকানী-কলারন সড়কে বিভিন্ন যানবাহন আটকা পড়লে সাধারন যাতীরা দুর্ভোগে পড়েন। পরে ইন্দুরকানী থানার এস আই মাহাবুব আলী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করার চেস্টা করেন।
এদিকে ঘটনার পর দুপুরে উপজেলা চেয়ারম্যান এড. এম মতিউর রহমান, ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা, দিলরুবা মিলন ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তাদের কাছে ঐ স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুলের সামনের সড়কে গতিরোধক (স্প্রিট ব্রেকার) দেয়ার দাবি জানান। ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল হাওলাদার বলেন, এই স্কুলের সামনের সড়ক দিয়ে অনেক যানবাহনই বেপরোয়া গতিতে চলাচল করে। যার কারনে এ ধরনের অহরহ দুর্ঘটনা ঘটছে। তাই স্কুলের সামনের সড়কে একটি (স্প্রিট ব্রেকার) থাকলে ভাল হয়।ইন্দুরকানী থানার এস আই মাহাবুব আলী বলেন, মঙ্গলবার সকালে এক স্কুল ছাত্রকে চাপা দেয় একটি ইজিবাইক। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।