ব্রাহ্মণবাড়িয়ায় নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক ব্রাহ্মণবাড়িয়া শাখা ।আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সনাকের সহসভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী নন্দিতা গুহ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,,বাংলাদেশ টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,আবৃত্তি শিল্পি ও সাংবাদিক মো. মনির হোসেন।
বক্তারা নুসরাত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ইয়েস সদস্য মো. আল আমিনের সঞ্চালনায় এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম,এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী ইফতেখার-উল-হাসান,রিয়াজ আহমেদ, ইয়েস ফ্রেন্ডস সদস্য, ইনিউজ৭১ ডট কম ও আলোকিত সকাল’র প্রতিনিধি মুখলেছুর রহমান অভি, হৃদয়,সুফিয়া আকতার ,সনাক, স্বজন,ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।