নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্বা‌চিত জনপ্রতিনিধিদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে এপ্রিল ২০১৯ ০২:৫২ অপরাহ্ন
নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্বা‌চিত জনপ্রতিনিধিদের পরিচিতি সভা

নির্বাচনকালীন সকল প্রকার ভেদাবেদ ভুলে একট্টা হয়ে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করার ঘোষণা দিলেন নব নির্বাচিত নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এজন্য তিনি উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন। নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্বা‌চিত চেয়ারম্যান,পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দর ‌পরিচিতি সভায় তিনি বক্ত্যব্যে এ ঘোষণা দেন। নেছারাবাদ উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ওই পরিচিতি সভার আয়োজন করা হয়।উপজেলা পরিষদের সামনে আয়োজিত সভায় সভাপ‌তিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

সভায় আরো বক্ত্যব্যে রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। এছাড়াও অন্যান্যেদের মধ্যে বক্ত্যব্যে রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলার আটঘর কুড়িয়ানার ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর,জলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার প্রমুখ। সভায় নবনির্বা‌চিত চেয়ারম্যান ও ফুল দিয়ে বরন করে নেন উপজেলার শিক্ষক সমাজ সহ বিভিন্ন স্থরের সামাজিক সংঘঠন।

ইনিউজ ৭১/এম.আর