
প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ২০:৪৪

‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আরএমও ডাঃ আনাস ইভনে মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলাভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা আক্তার, প্রাথমিক কর্মকর্তা আব্দুল আজিজ, সমবায় কর্মকর্তা মোঃ আলমগির হোসাইন প্রমুখ, এ সময় বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিক গন উপস্হিত ছলেন।
ইনিউজ ৭১/এম.আর
