রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক (২৬)।
আহতরা জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন ডন প্লাজার সামনে দায়িত্বরত অবস্থায় হঠাৎ করেই কে বা কারা ককটেল ছুড়ে মারে। সেটি বিস্ফোরণ হলে তারা আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।