সরাইল - আশুগঞ্জ আসনের রাজনৈতিক মাঠে দীর্ঘ দিন ধরে চলছে আলোচনা সমালোচনার আজ অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূইঁয়া।সোমবার (২৯ এপ্রিল) বিকালে সংসদ সচিবালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
এছাড়াও একই সাথে শপথ নিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। এর আগে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেন। এ নিয়ে বিএনপির পাঁচজন শপথ নিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের শেষ দিনেও শপথ নেননি।এদিকে বর্ষীয়ান এই নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় এখানকার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকার ভোটার শহিদুল ইসলাম বলেন, এতোদিনে মনে হচ্ছে আমাদের ভোট কাজে লেগেছে। আমরা এমপি পেয়েছি। সদরের ভোটার জাহের মিয়া বলেন, সাত্তার ভূঁইয়া শপথ নিয়ে সাধারণ ভোটারের সন্মান রেখেছেন। অপরদিকে স্থানীয় বিএনপির অনেক নেতা এই শপথ নিয়ে কড়া সমালোচনা করছেন। অনেকে দাবি করেন, চাপে পড়ে তিনি শপথ নিয়েছেন। তাছাড়া তাঁর পরিবারের লোকজনও এমপি পদের প্রতি লোভ ছিল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।