দলীয় কোন্দলের জের ধরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামানের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মিরা। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দলীয় কোন্দলের জের ও প্রাথমিক বিদ্যালয়ের টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত আ.লীগ নেতার ছেলে ইউপি সদস্য ও উপজেলা স্চ্ছোসেবক লীগের সভাপতি মাহামুদুর রহমান সোহেল জানান, সোমবার উপজেলা হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলাকালীন সময় মেলা থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মিরা আমার পিতাকে ডেকে নিয়ে এলোপাথারি ভাবে চড় থাপ্পর,কিল ঘুষি মারে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন হাওলাদার, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন হাওলাদার,উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইকরামুল সিকদার,পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু এবং উপজেলা যুবলীগের সদস্য সজিব হাওলাদার অংশ নেয়।
হামলার পর আহত মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মিরা আমাকে হল রুম থেকে ডেকে নিয়ে চাঁদা চেয়ে মারধর শুরু করে। এ ঘটনার আগেও গত এক মাস পূর্বে এরা আমাকে হামলার উদ্যেশ্যে ধাওয়া করেছিল। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে তিনি জানান। উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান বলেন, এটি একটি দলীয় শৃংক্ষলা পরিপন্থী কাজ। আমি এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদকের উপর হামলার ঘটনা শুনেছি। দলীয় কোন্দলের জেরে এটি ঘটেছে বলে তিনি জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।