বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যানের দাায়িত্বভার গ্রহন করলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ৫ম উপজেলা পরিষদের প্রথম সভায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এর আগে আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতের কাছে উপজেলা পরিষদের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিদায়ী ভাইস চেয়ারম্যান জসীম সরদার, দ্বিতীয়বার নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশুতোষ রায়, মৎস্য কর্মকর্তা তপন কুমার, প্রকৌশলী রাজ কুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিবৃন্দ। এর আগে ২৫ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস তার সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। দায়িত্ব গ্রহনের পর উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।