"বিজ্ঞান ও প্রযুক্তি,অগ্রগতির মুল শক্তি" এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৪০তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা-২০১৯ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।সোমবার (২৯এপ্রিল) সকাল সাড়ে এগারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, প্রধান অতিথি ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সভায় ব্যক্তব্য রাখেন, নবযোগদা কারি সরাইল উপজেলা সহকারী ভুমি কমিশনার ফারজানা প্রিয়াংকা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহাম্মদ কামাল, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সাংবাদিক মোঃশফিকুর রহমান প্রমুখ।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের পরিচালানায় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করার সময় প্রধান অতিথি মহিলা সংরক্ষিত আসনের সংসদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ইউনোও এ এস এম মোসা, অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় দুটিকলেজ ও বারটি মাধ্যমিক স্কুলসহ ১৪টি ষ্টোল পরিদর্শন করে উপস্তিত অতিথিবৃন্দগণ, প্রথমে কোরআন পাঠ করেন ইছাক হাজারী গিতা পাঠ করেন প্রিয়া শর্মা, এ সময় আরো ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম, ও রাজনৈতিক নেতা কর্মী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।