বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের উষ্ণ গণসংবর্ধনায় অভিসিক্ত হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত ও ভাইস চেয়ারম্যান মলিানা রানী রায় ও রফিকুল ইসলাম তালুকদার। উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এ সময় সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জনকল্যানে কাজ করার ঘোষণা দেন। আর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত উপজেলা চেয়ারমানে দায়িত্বভার গ্রহন করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।