
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১৭:৩১

বাবুল হোসেন ( ২০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ। ধর্ষক বাবুল, বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও এলাকার আলতাব সরদারের ছেলে। হিজলা থানায় ধর্ষিতার ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ২৮ এপ্রিল রবিবার ধর্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হিজলা থানায় নিয়ে আসে পুলিশ। ধর্ষিতা শিউলি, ডাকনাম সোহেলা একই এলাকার শুক্কুর সরদারের মেয়ে। ধর্ষিতা ঘটনার বিবরণে জানায়, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ১০ টার দিকে শিউলিকে নিজ বাড়িতে একা পেয়ে লম্পট বাবুল তাকে জোরকরে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা বাড়ির পাশের প্রতিবেশী দুজন মহিলা দেখে ফেলে। ধর্ষক বাবুল ধর্ষণ শেষে বীরদর্পে নিজের বাড়িতে চলে যায়। ঘটনাটি লোকমুখে প্রচার হয়ে যায়। লজ্জায় সেই দিনেই বিয়ের দাবি নিয়ে ধর্ষক বাবুলের বাড়িতে অবস্থান নেয়।
পরিস্থিতি সামলাতে ধর্ষকের বাবা আলতাব সরদার টাকার বিনিময়ে স্থানীয় প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেদিন থেকে ধর্ষিতা তার নিজ বাড়ি ছেড়ে পাশের গ্রাম দেবুয়ায় মামার বাড়ি ইউনুস এর বাড়িতে লুকিয়ে থাকে। মামা ইউনুস পেশায় একজন গ্রাম পুলিশ। সেও অনেকের কাছে বিচার দিয়েও বিচার না পেয়ে, ২৮ তারিখে হিজলা থানায় শিউলিকে নিয়ে গিয়ে লম্পট বাবুলের বিরুদ্ধে অভিযোগের পরে ধর্ষণ মামলা করে। ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাকসুদুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। এবং মেয়েটির মেডিকেল রিপোর্টের জন্য বরিশাল পাঠানো হবে।
ইনিউজ ৭১/এম.আর
