ঢাকায় অবস্থানরত লালমোহনের পেশাজিবীদের নিয়ে গঠিত লালমোহন ফাউন্ডেশন ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৬শে এপ্রিল সন্ধ্যা ৬ঘটিকার সময় সিদ্ধেশ্বরী কলেজ অডিটরিয়ামে সংগঠনটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর মোহাম্মদ হাসান কে সভাপতি ও এমদাদুল হাসান রাফেজ কে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি(২০১৯-২০১০) ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. হারুন অর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সাংসদ লালমোহন ও তজুমুদ্দিনের অভিভাবক, দ্বীপবন্ধু আলহাজ নুরন্নবী চৌধুরী শাওন এম পি,লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফারুক আহাম্মদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিয়া মোস্তাফা কামাল, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। নবনির্বাচিত নেতৃবৃন্দ ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সর্বান্তক সহযোগীতা কামনা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।