দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা।আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আধুনিক জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোছাম¥ত নুরুন্নাহার, আফরোজা আক্তার প্রমূখ। এ সময় বক্তারা বলেন,কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং ডিপ্লোমা কোর্স বাতিলসহ ১৪ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।