ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ কুতুবা ইউনিয়নের ভোলা ২২০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিঃ এর উদ্যোগে সুস্থ শ্রমিক, নিরাপদ জীবন নিশ্চিত করে টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্লাগ উত্তোলন, আলোচনা সভা,পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার জাতীয় পেশাগত স্বাস্থ ও সেফটি দিবস পালিত হয়।উক্ত আয়োজনে সেফটি প্লাগ উত্তোলন করে অনুষ্ঠানের উদ্ভোদন করেন প্রজেক্ট হেড শ্রী রাঙ্গারাও,ই এইচ এস হেড মনোতোষ রায়,মনোজ বিশ্বাস, মুকেশ রায়,আরিফ হোসেন সহ অন্যান্যরা।
উক্ত আয়োজনে আলোচনা সভায় মনোতোষ রায়(হেলথ,সেফটি এবং নিরাপত্তাধিকারী),ই এইচ এস এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাঙ্গারাও(প্রজেক্ট হেড),মনোজ বিশ্বাস, মুকেশ কুমার,আরিফ হোসেন, দিজেন্দ্র কুমার,মিজানুর রহমান,জয়ন্ত বিশ্বাস সহ আরও উপস্থিত ছিলেন সিনাম ইঞ্জিনিয়ারিং লিঃ,পাওয়ার ম্যাক প্রজেক্ট লিঃ,প্রিয়ন্তী কন্সট্রাকশন,অলকারগো,সিকো লজিস্টিকের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সচেতন এলাকাবাসী। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ শ্রম আইনের আলোকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শ্রী রাঙ্গারাও।আরও বক্তৃতা করেন মনোজ বিশ্বাস,মুকেশ রায়,মনোতোষ রায়,আরিফ হোসেন সহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ। বক্তারা তাদের আলোচনায় শ্রম নিরাপত্তা ও সচেতনতা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।অনুষ্ঠানে সবার উদ্যেশ্যে শপথ বাক্য পাঠ করান ইএইচএস হেড মনোতোষ রায়।অনুষ্ঠানের সমাপনিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেস্ট সেফটি কর্মকর্তা, বেস্ট সেফটি কর্মচারী এনভায়রনমেন্ট সচেতন কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন ইভেন্টে পুরষ্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।