“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জজ কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মাসুদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক সাইফুর রহমান ও হাসানুল ইসলাম সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ ওসমান গণি প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।