নাসিং শিক্ষা ধংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বসের ষড়যন্ত্র রুখতে নার্সদের রবিবার(২৮এপ্রিল১৯) টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধ পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নাসের্স ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা সভাপতি খুর্শিদা জাহান খুশি, সিনিয়র সভাপতি মেহেদি হাসান সাকিব, সাধারণ সম্পাদক রুমি খাতুন, নাজমা আক্তার নূপুর, সুমি আক্তার প্রমুখ।
দাবিগুলো হচ্ছে, বেঙ্গল নাসিং কাউন্সিল এ্যক্ট ১৯৩৪ পরবর্তীতে পাকিস্তান নাসিং কাউন্সিল এ্যাক্ট ১৯৫২, পরবর্তীতে বাংলাদেশ নাসিং কাউন্সিল অর্ডিন্যান্স ১৯৮৩ ও বর্তমান বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ নাসিং সংক্রান্ত কোর্স কারিকুলামের একক ক্ষমতা প্রদান করা হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ অনুযায়ী চতুর তার আশ্রয় নিয়ে ভিন্ন নামের পাশে ব্রেকেট/ সপ্ল্যাশ ব্যবহার করে পেশেন্ট কেয়ার/নাসিং, হেলথ নাসিং টেকনোলজি শিক্ষা ও পরিচালনার সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের অধিনস্থ এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারী ব্যতীত কোন শিক্ষাথীকে নিবন্ধন দেয়া যাবে না এবং অতিবিলম্বে কম্প্রিহেনন্সিভ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ কারগরি শিক্ষাবোর্ড এর চতুরতায় পরিচালিত এসব কোর্স অতিবিলম্বে বন্ধ করতে হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।