রাঙ্গুনিয়ার সরফভাটায় শেফায়াত উল্লাহ শাহ (রহ:) ব্রীজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৮শে এপ্রিল ২০১৯ ০২:১১ অপরাহ্ন
রাঙ্গুনিয়ার সরফভাটায় শেফায়াত উল্লাহ শাহ (রহ:) ব্রীজের উদ্বোধন

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হযরত শেফায়ত উল্লাহ শাহ (রহ:) ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে ব্রীজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, ব্রীজটির নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স জাহেদ এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, মো. হোসেন মেম্বার, মাহবুবুল আলম, মো. জমির, ডা. মোহাম্মদ আবুল ফজল, জাহাঙ্গীর আলম মেম্বার, মো. হোসেন, মো. ইয়াছিন, হাবিব উল্লাহ, মো. রফিক, আবুল কালাম, মাওলানা মো. আইয়ুব, সরোয়ার আলম কুসুম, মাহবুব সিকদার, মো. জামাল, মো. সেলিম, মো. সফি, মো. রাব্বি, মো. আবদুল্লাহ প্রমুখ। 

উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান বলেন, ‘ব্রীজটি হওয়ার আগে মানুষকে একমাত্র দুর্গম হাজীরাস্তা দিয়ে চলাচল করতে হতো। বিকল্প সড়ক পথে এই ব্রীজটি হওয়ার কারণে মীরেরখীল, হাজারীখীলের মানুষ সহজে যাতায়াত করতে পারবেন, এই সড়ক দিয়ে যেতে পারবেন বোয়ালখালী-ভান্ডালজুড়ি সড়ক হয়ে বোয়ালখালী দিয়ে কক্সাবাজার সহ কালুরঘাট দিয়ে শহরে। এতদ লের মানুষের চলাচলে দুই কিলোমিটারের দুরত্ব কমিয়েছে এই সড়ক। ৫৪ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রসস্ত এই ব্রীজটি নির্মিত হওয়ায় দক্ষিণ সরফভাটার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে।’ 

ইনিউজ ৭১/এম.আর