চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়ার রনজিত মজুমদার (৪৫), ফখরুল ইসলাম (৪৫), শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৬০) ছাত্র রোমান হোসেন, (৮)ও মনি বেগম(২৫)।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ শাহরাস্তি থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।