তজুমদ্দিনে দুই মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে এপ্রিল ২০১৯ ০৩:২৬ অপরাহ্ন
তজুমদ্দিনে দুই মাদকসেবী আটক

ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই সেবনকারীকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। 

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার শশীগঞ্জ বাজারের দক্ষিণ মাথায় কৃষি ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে (৩৩) আটক করে। আটককৃত আলমগীর চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজিকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

অপরদিকে রাত সাড়ে ৯ টায় চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কালিবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ বেলালকে (২৭) আটক করেন। আটককৃত বেলাল আড়ালিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। আটককৃদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব