আগৈলঝাড়ায় উপজেলায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন কৃতী শিক্ষার্থীকে সৈয়দ আবুল হোসেন কল্যান ট্রাষ্টের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে ২০১৮ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ১৬জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সৈয়দ আবুল হোসেন কল্যান ট্রাস্টের এর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা দাশগুপ্ত অসীম কুমার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, হাইকোর্টের বিশিস্ট আইনজিবী অমিত দাশ গুপ্ত।
প্রসঙ্গত, উল্লেখিত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার নিজ নামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য কল্যাণ ট্রাষ্ট গঠন করেন। সেই ট্রাষ্টের মাধ্যমে প্রতি বছর শেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।