রাজধানীর গুলশান বনানী ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ ব্যাবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগগের উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের (উপসচি) নেতৃত্বে মঙ্গলবার এই অভযান চালানো হয়।
ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, সুমি জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, প্রিয় স্টোরকে ৫ হাজার, দি স্মোক’কে ৫০ হাজার, কসমেটিক্স ফেয়ারকে ৫ হাজার, সুমি ফেব্রিক্স’কে ৫ হাজার, ম্যাচিং ফ্যাশনকে ৫ হাজার , ক্যান্ডি ফ্লস ১৫ হাজার টাকা, শুশিতাই’কে ৫০ হাজার টাকা, এবাকাস’কে ৫০ হাজার টাকা, তাবাক কফি কে ৫০ হাজার টাকা, চা টাইম’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো ছিলেন ঢাকা বিভাগের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। সহায়তা করে এপিবিএন ১১।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।