পটুয়াখালীতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টায় সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকরাবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল লোহালিয়া ইউনিয়নের কাকরাবুনিয়া গ্রামের বাসিন্দা সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন তালুকদার বলেন, রাতের কোনো এক সময় শহিদুল নিজ বাড়ির পেছনের গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা সকালে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত শহিদুল মানসিক ভারসাম্যহী ছিলেন বলেও তিনি জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।