আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিবান্ধব সরকার খরিপ-১ মৌসুম ২০১৯-২০ মৌসুমে শরীয়তপুর সদর উপজেলার ৩৫৭ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে শরীয়তপুর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: রিফাতুল হোসাইন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমির জন্য বিনামূল্যে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮ ও নেরিকা), ডিএপি সার ১৫ কেজি ও এমপিও সার ১০ কেজি করে প্রদান করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।