
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ২৩:৪০

যুগ যুগ ধরে চোখ বন্ধ করে যে কথা বলে আসছে ভূমি অফিসে দুর্নীতি হচ্ছে, এই বলাটা আমরা বন্ধ করি, ভুমি অফিসে ১শতটি দুর্নিতি হয় সেটা ৯০ ভাগও বন্ধ করার চেস্টা করি, আস্তে আস্তে এমন নিয়ম সৃস্টি করি ভুমি অফিসে আর দুর্নিতি হবে না। আসুন সবার সহযোগীতায় হয়রানিমুক্ত ও দুর্নিতিমুক্ত ভূমি অফিস করার চেস্টা করি।
রবিরার সকালে উপজেলা হল রুমে ৬দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ, ভূমি উন্নয়ন কর মেলায় প্রধান অতিথির বক্তব্যে- ভূমি ব্যবস্থপনা, ভূমি সংস্কার বোর্ড এর অতিরিক্ত সচিব মোহাম্মাদ জাকির হোসেন এই কথা বলেন। তিনি আরও বলেন, একজন কর্মচারী যে বিভাগেরই হোক তাদের শাস্তি পাওয়া প্রয়োজন এবং তার পাশাপাশি যার সৎ, যারা ভাল তাদেরও সম্মান দেয়া উচিত আরও বেশি। আর এতে কি হবে ভাল লোকদের সম্মান দিলে অসৎ যারা তারা এটা দেখে লজ্জা পাবে বলবে আমাদের তো সম্মান দেয় না। এবং ভাল হতে চেস্টা করবে
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস এর সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. আজাহারুল ইসলামসহ সদর উপজেলা ও পৌর ভূমি অফিসসহ ১৭টি ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সাংবাদিক, এলাকার গণ্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ভূমি অফিসে কি কি সেবা দেয়া হয়, ভূমির মালিকরা এসে যাদে হয়রানি না হয় সে সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব