সরাইল ঘোড়া, মাইক ও হাঁসের জয়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১লা এপ্রিল ২০১৯ ১২:৫২ অপরাহ্ন
সরাইল ঘোড়া, মাইক ও হাঁসের জয়

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ রফিকউদ্দিন ঠাকুর( ঘুড়া) জয়লাভ করেছেন। উপজেলার মোট ৮৩ টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুুুুযায়ী তিনি পেয়েছেন ৩১ হাজার ৪শ ৮৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান ভাইস  চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া( মটরগাড়ি) পেয়েছেন ২২হাজার ৭শ ৫৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ হানিফ মিয়া (মাইক)। তিনি পেয়েছেন ২২ হাজার ৩শ৭ ০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল মিয়া (চশমা)পেয়েছেন ২১ হাজার ৬শ ৭১ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে
মোছাঃ রোকিয়া বেগম (হাঁস) প্রতীকে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৫শ ৫৩ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃআছমা বেগম (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার, ৫শ ৭৫ভোট।রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ বিকাল ৪ টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নির্বাচনে দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে ভোটারদের উপস্থিতি বেড়েছে। তবে মহিলা ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ফলাফল ঘোষণা করেন।উল্লেখ্য, ৮৪টি কেন্দ্রের ৫১৯ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইনিউজ ৭১/এম.আর