প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ১৭:৩৮
প্রশ্নফাঁস রোধে সামাজিক যোগযোগ মাধ্যমে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু। আজ সোমবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও প্রশ্নপত্র ফাঁস ছাড়া ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। এবিষয় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কঠোর নজরদারীতে মধ্যে রাখা হয়েছে। চলতি এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু একাধিকবার সাংবাদিকদের জানিয়েছেন, সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই কাউকে অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না। যে কারণে শিক্ষক থেকে শুরু পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আনা হয়েছে কঠোর নিয়মানুবর্তিতায়।
ইনিউজ ৭১/এম.আর