
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ২০:২০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইনিউজ ৭১/এম.আর