
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১৮:৭

স্কুলের পাশের ইট ভাটা সরাতে দিনাজপুর জেলা প্রশাসকের উদ্দেশে চিঠি লিখে ফেসবুকে পোস্ট করা ২য় শ্রেণির ছাত্রী মায়িশা মনাওয়রা মিশুর সঙ্গে কথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিমন্ত্রী ফোন দিয়ে মিশুর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তার বাবা মমিনুল হক। মমিনুল হক বলেন, দিনাজপুরের ডিসিকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছে মিশু। পরে সন্ধ্যায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফোন দিয়ে মিশুর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, আমি এক্ষুনি ডিসি সাহেবকে বলে দিচ্ছি, এই ইট ভাটা বন্ধ করতে হবে।


ইনিউজ ৭১/এম.আর